Wednesday, August 4, 2021

Map of DACCA from TAYLOR(1840)

Map of DACCA from TAYLOR(1840) A Sketch of the topography and statistics of Dacca 



১৯৪৪ সালে ব্রিটানিয়া টকিজ, পল্টন, ঢাকা।


১৯৪৪ সালে ব্রিটানিয়া টকিজ, পল্টন, ঢাকা। 
 
চল্লিশের দশকের ঢাকা, পৃথিবীজুড়ে তখন চলছে ২য় বিশ্বযুদ্ধ। বার্মা, নাগাল্যাণ্ডে যুদ্ধ পরিচালনার প্রয়োজনে তেঁজগাওতে গড়ে তোলা হয় নতুন বিমান ঘাটি (পরবর্তিকালের তেজগাঁও বিমানবন্দর)। ঢাকার পল্টন ব্যারাকে তখন সমবেত নানা দেশের সৈন্য- মার্কিন ‘জিআই’ সেনা থেকে শুরু করে ব্রিটিশ ‘টমি’ সেনা। কিন্তু তাদের বিনোদনের ব্যবস্থা সেসময় অপ্রতুল। এই সেনাদের সুবিধার কথা বিবেচনা করেই এক ইংরেজ ভদ্রলোক তখন পল্টনে গড়ে তুললেন নতুন সিনেমা হল- ‘ব্রিটানিয়া টকিজ’।

স্যামসন র‍্যুবেন এর “A Guide for Travellers in India” বইটি থেকে ঢাকার সেসময়কার আরো যে সব সিনেমা হলের নাম জানা যায় সেগুলো হলো- ১. লায়ন সিনেমা, আশেক জমাদার লেন, ২. মুকুল থিয়েটার, জনসন রোড, ৩. রূপমহল, ১৩৬, সদরঘাট, ৪. নিউ পিকচার হাউস, আরমানিটোলা, এবং ৫. তাজমহল টকিজ, আলী নকির দেউড়ী। তবে এসকল হল এ নির্বাক/সবাক ছবির পাশাপাশি নাটক ও নাচগানের ব্যবস্থা থাকলেও ব্রিটানিয়া টকিজে শুরু থেকেই প্রধানত সবাক ইংরেজি ছবিই প্রদর্শিত হত (যে কারণে নাম ‘টকিজ’)। হল এর নামফলকে লেখা ছিল -The Home of English Movies। 

বিশ্বযুদ্ধে শেষে এর নিয়মিত দর্শক হল ঢাকাস্থ ইংরেজ, এংলো-ইণ্ডিয়ান আর উচ্চশিক্ষিত জনগোষ্ঠী। প্রতিদিন দু’টা মাত্র শো হতো - সন্ধ্যা ৬টায় ও রাত ৯টায়। তবে দর্শক উপস্থিতি কম হলে শো প্রায়ই স্থগিত করা হত। স্থগিত শো এর টিকেট অবশ্য বাতিল হত না, ওটা দিয়ে পরের কোনো এক শো দেখে নেয়া যেত। এখানে প্রদর্শিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- Bathing Beauty (1944), A Double Life (1947), Hamlet (1948), Hotel Sahara (1951) ইত্যাদি। ৫০এর দশকে হলটি বন্ধ হয়ে যায়। সে স্থানে গড়ে উঠে বর্তমানের জীবন বীমা কর্পোরেশনের ভবন এবং রমনা ভবন।

কার্টেসীঃ Tareq Aziz 
তথ্য সূত্রঃ Stay Curious Sis

এই ছবিটি পুরাতন ঢাকার কোন জায়গায়, লালবাগ না নবাববাড়ির কাছে কোথাও


এই ছবিটি পুরাতন ঢাকার কোন জায়গায়, লালবাগ না নবাববাড়ির কাছে কোথাও। 
1895-1901, Ceremonial procession in Old Dacca (Dhaka)
Photographer: Fritz Kapp

Friday, July 30, 2021

ফরাশগঞ্জ মহল্লার বি.কে. দাস রোডে ফরাসি ‘রোকোকো’ স্টাইলে নির্মিত একটি বাড়ি। বাড়িটি ‘বড়বাড়ি’ নামে পরিচিত।

https://www.facebook.com/groups/2371049319683472/permalink/4145956008859452/?sfnsn=mo

Beauty Boarding

https://www.facebook.com/groups/382188999158528/permalink/812264729484284/?sfnsn=mo

১৮৫৯ সালের একটি মানচিত্রে ঢাকা শহরের কুমারটুলি মহল্লা ও ফরাশগঞ্জ (ফ্রেঞ্চগঞ্জ) এর অবস্থান দেখানো হয়েছে



Friday, 30 Jul 2021 12:14 PM Digital Content-11 (iii): আজকে আমরা ঢাকা শহরের ঐতিহ্য সিরিজের বিবিধ ক্যাটাগরির ৩য় পর্বে ঢাকাসহ পূর্ব বাংলায় আগত প্রথম ইউরোপীয় জাতি পর্তুগিজদের সম্পর্কে জানার চেষ্টা করবো। এছাড়া, ঢাকা, গাজীপুর এবং চট্টগ্রামে পর্তুগিজদের রেখে যাওয়া কিছু ঐতিহাসিক স্থাপনার ছবি দেখতে পারবো।

French Garden

Friday, 30 Jul 2021 10:17 AM ১৮ শতকের একটি পুরাতন মানচিত্রে ফ্রেঞ্চ গার্ডেনের (ফরাসি বাগান বাড়ি) অবস্থান দেখানো হয়েছে

ঢাকার ইতিহাসের দুইটি দুর্লভ চিত্রকর্ম যা ১৭৮৭ খ্রিস্টাব্দে জোহান জোফানী ঢাকায় বসে আঁকেন

ঢাকার ইতিহাসের এক দুর্লভ চিত্রকর্ম যা ১৭৮৭ খ্রিস্টাব্দে জোহান জোফানী ঢাকায় বসে আঁকেন।কোনো ইউরোপীয় শিল্পীর আঁকা ঢাকার সবচেয়ে পুরনো চিত্রকর...